ভাল মাটি বিজ্ঞান গবেষণা পদ্ধতি।

ক) টেস্ট বোরিং বা Test Boring : বাড়ি নির্মাণ সাইটে লোহার রড বা ষ্টীল রড এবং হ্যামার দিয়ে স্বল্প সময়ের মধ্য অল্প গভিরতায় প্রবেশ করিয়ে যে পরিক্ষা করা হয় তাকে টেস্ট বোরিং বা ইহাকে ম্যানুয়াল টেস্ট বলা যেতে পারে।

ভাল মাটি বিজ্ঞান গবেষণা পদ্ধতি।


খ) টেস্ট পিট এবং সেফট বা Test Pit and Shaft :  মাটি বা Soil অগার নামক যন্ত্র ব্যবহার করে এই পরিক্ষা করা হয়। যন্ত্রটির ওজন প্রায় ৪৫ কেজির মত হয়ে থাকে এবং এটি  এক মিটার গভীরতা পর্যন্ত বোরিং করতে পারে।

গ) টেস্ট ড্রিলিং বা Test drilling :  আমাদের দেশের প্রচলিত বিভিন্ন পদ্ধিতির মধ্য  ড্রিলিং,  কোর-ড্রিলিং সবচেয়ে বেশী ব্যবহার করা হয়।

ঘ) সাউন্ডিং রড বা Sounding rod :  সাউন্ডিং রড বা শব্দের প্রতিধ্বনি ব্যবহার করে প্রাথমিকভাবে মাটির রক বা শিলার অবস্থান নির্ণয় করা হয়। ইহা দ্বারা বিভিন্ন গভীরতায় মাটির রেজিস্ট্যান্স নির্ণয় করা হয়।

ঙ) ওয়াশ বোরিং বা Wash Boring :  ওয়াশ বোরিং হচ্ছে মাটি অনুসন্ধান পদ্ধতি যাহাতে কেজিং ড্রাইভ করা হয় এবং ভিতরের মাটি ও মাটি মিশ্রিত পানি বাহির করা হয়। রক বা Hard Rock শক্ত শিলা ব্যতিত প্রায় সকল ধরনের মাটিতে ব্যবহার করা হয়।

চ) টেস্ট পিট বা Test Pit :  এটি অধিক ব্যয়-বহুল,  কিন্তু খুবই কার্যকারী পদ্ধতি সঠিক মাটি সনাক্তকরণের জন্য।

ছ) অগার বোরিং বা Augur Boring :  এটা একটি সাধারণ যন্ত্র। এটা দ্বারা বালু এবং কাঁদামাটির ফাউন্ডেশন অনুসন্ধান করা হয়। এটা সাধারণত ৫ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কাঠের অগার এবং ২.৫ সেন্টিমিটার পাইপ দিয়ে একটি সেকশনে পরিপূর্ণ করা হয়।

জ) পারকিউশন বোরিং বা Percussion Boring :

ঞ) রোটারি বোরিং বা Rotary Boring :

No comments

Powered by Blogger.