মাটির ভারবহন ক্ষমতা নির্ণয়ের পদ্ধতি কয়টি।

উওরঃ যে ভুমিতে বা প্লটের মাটির উপর প্রতি বর্গ মিটারে যে পরিমাণ ভর নিতে পারে তাকে ঐ জমি বা প্লটের মাটির ভারবহন ক্ষমতা বা Bearing Capacity বলে। মাটির ভারবহন ক্ষমতা টন/মিটার (T/M2) স্কেলে হয়ে থাকে।
বাড়ি ফাউন্ডেশন ডিজাইনের পূর্বে জানতে হবে প্লট বা সাইটের মাটির ভারবহন ক্ষমতা বা Bearing Capacity। মাটির গ্রহণযোগ্য ভারবহন ক্ষমতা জানতে হলে মাটি পরীক্ষার রিপোর্ট সম্পর্কে ভালোভাবে অধ্যায়ন করতে হবে। মাটি পরীক্ষার রিপোর্র্ট দেখে বুঝতে হবে নির্মাণ সাইটে কি ধরনের ফাউন্ডেশন ডিজাইন করা যেতে পারে। ফাউন্ডেশনের ফুটিং বা পাইলিং মাটি পরিক্ষার রিপোর্টের উপর নির্ভর করে।

মাটির ভারবহন ক্ষমতা বা Bearing Capacity কি ?

মাটির ভারবহন ক্ষমতা বা Bearing Capacity নিম্নে লিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে।

ক) মাটির ধরণ, প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, ভৌত ও রাসায়নিক ধর্মের উপর নির্ভর করে। এছাড়া মাটির ঘনত্ব বা Density, শেয়ার ষ্ট্রেন্থ বা Shear Strength ইত্যাদি।

খ) মাটির সংকোচন বা Clay Shrinkage মাটি কি অবস্থায় আছে তার উপর নির্ভর করে।

গ) ভূমি হতে মাটির নিচে পানির লেভেল বা Water Level কত দূরে অবস্থান করে সেই বিষয় জানতে হবে।

মাটির ভারবহন ক্ষমতা ফাউন্ডেশনের আকৃতির উপর নির্ভর করে। সেগুলো হলো।

১। ফাউন্ডেশনের ধরণ, ফুটিং, কম্বাবাইন, র‍্যাফট অথবা পাইলিং ইত্যাদির উপর।

২। ফাউন্ডেশনের ভারবহন ক্ষমতা আকার বা Size অথবা আকৃতি বা Shape এর উপর নির্ভর করে। যেমনঃ ত্রিভুজ (Triangle), গোলাকার (Circle), বর্গাকার (Square), চতুর্ভুজ (Quadrilateral), আয়তাকার (Rectangular), পঞ্চোভুজ (Pentagon) ইত্যাদি।

৩। ফাউন্ডেশনের গভীরতার উপর নিরর্ভর করে। 

কোহেসনলেস মাটি বা Cohesion Less Soil কাদামাটির বর্ণনা।

১। নুড়ি বা গ্রিভেল, মোটা বালু ৪৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2.
২। মধ্যম বালু, লুজ গ্রেভেল ২৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2 ।
৩। সুক্ষ ফাইন বালু, পলিমাটি ১৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2.
 
কোহেসিভ মাটি বা Cohesive Soil কাদামাটির বর্ণনা। 
 
১। বাসফট শেল- মাটি ৪৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2 ।

২। মিডিয়াম ক্লে- মাটি ২৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2।

৩। ময়েষ্ট(Moist) ক্লে- মাটি, কালো কটন মাটি ১৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2।

৪। সফট বা নরম ক্লে- মাটি ১০ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2 ।

৫। খুব বেশী সফট ক্লে- মাটি ৫ টন প্রতি মিটার ভার বহন করতে পারে T/M2।

No comments

Powered by Blogger.